সৈয়দ মহসীন আলী স্মরণে মৌলভীবাজার প্রেসক্লাবের শোক সভা
প্রকাশিত হয়েছে : ৭ অক্টোবর ২০১৫, ৬:৫৭ অপরাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
তিনি ছিলেন একজন সাদা মনের মানুষ, একজন সর্বজন শ্রদ্ধেয় তুখোড় রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিল্পী, মাটি ও মানুষের নেতা, একজন দেশপ্রেমিক ও গরীবের বন্ধু। তার গুণগান, তার জীবন নিয়ে সারা রাত বক্তব্য দিলেও শেষ হবে না।
আমরা একজন সত্যিকার জনদরদী নেতা ও রাজনীতিবিদকে হারালাম। যা পূরণ হবার নয়। এজেলার সর্বস্তরের মানুষের কল্যাণ কামনায় যিনি আজীবন কাজ করে গেছেন। ভোর থেকে গভীর রাত পর্যন্ত যিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন মানুষের কল্যাণে, দেশের কল্যাণে। এধরনের একটি অনুষ্ঠান দিয়ে তাকে প্রকৃত মূল্যায়ণ বা তার সঠিক গুণকীর্তন করা সম্ভব নয়।
সদ্য প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী ও মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী স্মরণে মৌলভীবাজার প্রেসক্লাবে এক শোক সভা বক্তারা একথাগুলো বলেন। বুধবার সন্ধ্যারাতে মৌলভীবাজার প্রেসক্লাব সভার আয়োজন করে।
শোকসভায় প্রেসক্লাব সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, বাসদ প্রতিনিধি ডা. ছাদিক আহমদ, আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার সরওয়ার আহমদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের সৈয়দ মহসীন পারভেজ, বাংলার দিন সম্পাদক বকশী ইকবাল আহমদ, প্রথম আলোর আকমল হোসেন নিপু, পাতাকুঁড়ির দেশ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, ঢাকা ট্রিবিউনের রজত কান্তি গোস্বামী, অবজারভারের অশোক কুমার দাশ, মোহনা টিভির রাধাপদ দেব সজল, ইত্তেফাকের নজরুল ইসলাম মুহিব, বাংলা ভিশনের সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সংগ্রাম পত্রিকার আজাদুর রহমান আজাদ, মাছরাঙা টিভির তমাল ফেরদৌস, সময় টিভির শাহ অলিদুর রহমান, দেশ টিভির সালেহ এলাহি কুটি ও বিটিভির হাসানাত কামাল।
বক্তারা এসময় স্মৃতিচারণ করে বলেন, মৌলভীবাজার প্রেসক্লাব চিরদিন তার কাছে ঋণী ও কৃতজ্ঞ। তিনি যেমন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ ছিলেন তেমনি ছিলেন সামাজিক, সাংস্কৃতিক পৃষ্ঠপোষক। তিনি মন্ত্রী ছিলেন না তিনি ছিলেন আপামর মানুষের অন্তরের আত্মীয়। তাই তার শোকাহত পরিবারের প্রতি প্রেসক্লাব গভীর সমবেদনা জ্ঞাপন করছে। একই সাথে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হচ্ছে।