বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পেলেন মৌলভীবাজার জেলা যুবদল সভাপতি জাকির
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার::
সিলেট বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়েছে মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন তাকে এই দায়িত্ব প্রদান করেছেন।
আগামী ২৭ ও ২৮ মে ঢাকায় অনুষ্ঠিত হবে ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার’ সমাবেশ কর্মসূচি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত এসব কর্মসূচি সফল করতে সিলেট বিভাগের জেলা ও মহানগরের নেতাকর্মীদের সাথে সমন্বয় করার জন্য জাকির হোসেন উজ্জ্বলকে সিলেট বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। এতে নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে।
গতকাল ১৫ মে যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত একপত্রে এই তথ্য জানা গেছে।
মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবগা ইউনিয়নের সন্তান। নব্বইয়ের দশকে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে তিনি ছাত্ররাজনীতি শুরু করেন। এই দীর্ঘ সময়ে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের প্রতিনিধি, কলেজ, জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্ব পালন করেছেন। তিনি কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি। বর্তমানে মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।






