যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হলেন মৌলভীবাজারের জাকারিয়া ইমন
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক এর দায়িত্ব পেলেন মৌলভীবাজারের সন্তান মো: জাকারিয়া হোসেন ইমন।
শনিবার (১৮ মে) জাতীয় যুবশক্তির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি প্রকাশ হয়। জাকারিয়া ইমন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৮নং মনসুরনগর ইউনিয়নের তাহারলামু গ্রামের সন্তান। গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি উত্তীর্ণ হয়ে ঐতিহ্যবাহী রাজনগর ডিএস ফাযিল মাদ্রাসায় ভর্তি হয়ে ২০১৭ দাখিল (SSC) ২০১৯ সালে আলিম( HSC) ও ২০২২ সালে ফাজিল ( স্নাতক) সম্পন্ন করেন। পাশাপাশি মৌলভীবাজার সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি বিভাগ থেকে স্নাতকে অধ্যায়ন করেন। ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা অর্জনের মাধ্যমে বড় হওয়া ও অরাজনৈতিক ইসলামি ছাত্র সংগঠন তালামীযে ইসলামিয়ার বিভিন্ন স্তরে নেতৃত্ব দিয়ে থাকেন।
আওয়ামী শাসনামলের বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় লেখনির মাধ্যমে সরকারের অপকর্মের প্রতিবাদ করেন। সর্বশেষ ২০২৪ এর জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে গড়ে উঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক হিসেবে আন্দোলনে নেতৃত্ব দিয়ে থাকেন। গত ৯ মাস ধরে প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) ব্যানারে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, গত ১৬ মে রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি আত্মপ্রকাশ করে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।






