বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ঈদুল আজহার ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকাল ২টা ৩০ মিনিটে জেলা মজলিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী হাবিবুর রহমান ক্বাসেমী এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মুফতী হিফজুর রহমান হেলাল।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন— জেলা সহ-সভাপতি মাওলানা ফারুক আহমেদ, মুফতী হাবীবুর রহমান শামীম, মাওলানা ইমদাদুর রহমান, মাওলানা আবুল কালাম; সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন ও লুৎফুর রহমান কামালী; প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, পৌর সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন রায়পূরী ও মাওলানা শামসুল ইসলাম ওলিপূরী; সাংগঠনিক সম্পাদক মাওলানা রহমত আলী, বায়তুলমাল সম্পাদক আতাউর রহমান, অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, পৌর সহ সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম ও মো. নিজাম উদ্দিন, কমলগঞ্জ সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, রাজনগর উপজেলা সহ সভাপতি মাওলানা মওসুফ আহমেদ, জেলা প্রচার সম্পাদক ও রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক মুফতী রুহুল আমীন, সহ সভাপতি মাওলানা লুকমান আহমদ, যুব মজলিস জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল, কর্মী মাওলানা মহসীন আহমেদ আজাদ, হাজি আবু তাহেরসহ দলীয় নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ, ত্যাগী ও নিষ্ঠাবান কর্মীদের মূল্যায়ন, তরুণদের সম্পৃক্ততা এবং সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।