পাশ্চাত্য সংস্কৃতি থেকে ছাত্রসমাজকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে: মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলা জাতীয় মাসিক পরওয়ানা’র সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, বর্তমান মুসলিম ছাত্রসমাজের জন্য মুক্তির প্রয়োজন। কেননা পরাধীনতা কখনো কারও জন্য কাম্য হতে পারে না। পাশ্চাত্যমুখী চিন্তাধারা আমাদের ছাত্রসমাজকে ঘিরে ধরেছে। দেখা যাচ্ছে, মাদরাসায় বা কলেজে যারা পড়াশোনা করছেন, একটা সময়ের পর অনেকেই পাশ্চাত্যের দেশে পাড়ি জমানোর জন্য আকর্ষিত হন। এর ফলে ইলম বা জ্ঞান অর্জনের মূল সময়ে তারা এর থেকে বঞ্চিত হয়ে পড়ছেন এবং দুনিয়াবি দিকে আকর্ষিত হয়ে যাচ্ছেন। অনেকেই এসে দুআর কথা বলেন, কিন্তু সেখানে আদর্শিক হওয়ার কোনও কথা থাকে না, বরং দুনিয়াবি উদ্দেশ্যই এর মূলে থেকে যায়। কিন্তু এর থেকে উত্তরণেরও সুযোগ রয়েছে। কেউ যদি ভালো আলিম হন, তার জন্য যেমন সম্মানের জায়গা রয়েছে, তেমনি রয়েছে আর্থিক সম্ভাবনা। একইভাবে কেউ যদি ভালোভাবে পড়াশোনা শেষ করেন, তার জন্যেও বিভিন্ন সেক্টরে সম্মানের সাথে কাজ করার সুযোগ রয়েছে। পাশ্চাত্যমুখীতার আরেকটি নেতিবাচক উদাহরণ হলো, ছাত্রসমাজ তথাকথিত রাজনীতির দিকে ধাবিত হন, যেটি পাশ্চাত্য মডেল অনুসরণ করে গড়ে ওঠা। যে রাজনীতির নৈতিক কোনও দৃঢ়তা আছে কি না, তা প্রশ্নবিদ্ধ রয়েছে। ছাত্রসমাজ এই দিকে ঝুঁকে পড়ে নানা অনৈতিকতায় লিপ্ত হচ্ছে। এসব নানা নেতিবাচক দিক থেকে ছাত্রসমাজকে বাঁচাতে আমাদের ভূমিকা রাখতে হবে। তালামীযে ইসলামিয়া এক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছে।
শনিবার ২৬ জুলাই মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলী রাব্বি রতন। মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি সায়েম আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাছুম হাজারী এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আহমদ রায়হান ফারহী, কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মো. নাসির খান, মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা মো. শফিকুল আলম সুহেল, সাধারণ সম্পাদক শাহ শামায়ূন কবির, অর্থ সম্পাদক মো. গিয়াস উদ্দিন রাফি।
এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আসহাব আলী আনসারি, নিতেশ্বর দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. হেলাল উদ্দিন সিরাজী, শ্যামেরকোণা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল রাজ্জাক, মাওলানা আনসারুল হক। এসময় তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।