সাহাবিদের কটূক্তিকারী উমায়রার সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
নবীজীর সাহাবিদের নিয়ে কটূক্তিকারী আইনজীবী উমায়রার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) বাদ আসর বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখার উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের পৌর শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মুফতী আল আমিন আহমেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, মাওলানা লুৎফর রহমান কামালী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমাইল আলী, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, খেলাফত নেতা মাওলানা মহসীন আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, সাহাবিদের নিয়ে কটূক্তি মুসলিম জনমনে আঘাত হেনেছে। এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, নইলে জনসাধারণের ক্ষোভ আরও বাড়বে। মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের খেলাফত মজলিসের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।