মৌলভীবাজারে হজ্ব প্রশিক্ষণ ও খানকা মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারে হজ্ব প্রশিক্ষণ ও খানকা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খানকা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও হাইকোর্ট মাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
রবিবার ১৮ মে বাদ মাগরিব মৌলভীবাজার শহরস্থ একটি কমিউনিটি সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. মিলাদ হোসেন এর সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ শফিকুল আলম এর পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবি মো. একলাছুর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার চেম্বার্স অব কমার্সের সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরীফ, জেলা আল ইসলাহ’র সিনিয়র সহ সভাপতি মাওলানা এম এ আলীম, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মো: এনামুল হক,সহ সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ইউনুছ আলী, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আরমান আলী,লতিফিয়া ক্বারী সোসাইটি মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি মাওলানা মুফতি মো: রুহুল আমীন, সহ সভাপতি মাওলানা ওহিদুজ্জামান আহমদ তালুকদার,সৈয়দ শাহ মোস্তফা (রহ:) দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ মীর্জা শামীম আহমদ, জেলা আল ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক মাও: মো: ফয়জুল ইসলাম,বিশিষ্ট ইসলামি সংগীত শিল্পী মাওলানা মুজাহিদুল ইসলাম বুলবুল, পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক কবি মাওলানা সালাহ উদ্দীন ইবনে শিহাব, সদর উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা মো: আসহাব আলী আনসারী, বিশিষ্ট ব্যবসায়ী মো: আজিজুর রহমান, জেদ্দা আল ইসলাহ নেতা হাফিজ মাহমুদুর রহমান, ইমাম সমিতি মৌলভীবাজার পৌর সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বকুল, মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা জায়েদ আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মো: বেলাল উদ্দিন কামরান, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি ইউকের পরিচালক হাফিজ দেলওয়ার হাসান সুমন, মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি মো: আলী রাব্বী রতন, সাধারণ সম্পাদক মো: নাসির খাঁন, সিরাজনগর গাউছিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দুল হক রুহানী, ফতেহপুর বাবুল উলুম দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মো: গৌছ উদ্দীন, সৈয়দ আবু শাহজাহান হিফজুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা দিলশাদ আহমদ খান, সদর তালামীযের সভাপতি মো: গিয়াস উদ্দিন রাফী প্রমুখ।

এছাড়া মাহফিলে আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া, লতিফিয়া ক্বারী সোসাইটির নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে আগত ৫ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।
খানকা শেষে হজ্বের গুরুত্বপূর্ণ আহকাম ও জিকিরের গুরুত্বের উপর আলোচনা পেশ করেন প্রধান অতিথি। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।






