মৌলভীবাজার মাতৃমঙ্গলে সিজারিয়ান মেডিসিন প্রদান
প্রকাশিত হয়েছে : ১ জুলাই ২০২৫, ২:৪৮ অপরাহ্ণ

শহর প্রতিনিধি::
মৌলভীবাজার মা ও শিশু কেন্দ্রে প্রয়োজনীয় সিজারিয়ান মেডিসিনের সংকট দূর করতে এগিয়ে এসেছে জেলা প্রশাসন।
সোমবার (৩০ জুন) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তিন মাসের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ ও মাতৃমঙ্গলের চিকিৎসকরা। কয়েকমাস ধরে বরাদ্ধ না থাকায় মা ও শিশু কেন্দ্রে ওষুধ ও জরুরি সিজারিয়ান ওষুধের তীব্র সংকট দেখা দেয়। এতে চিকিৎসাসেবা ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন রোগীরা।