মৌলভীবাজারে ‘অরণ্য জীবন’ উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৫ জুলাই ২০২৫, ২:২৫ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
কথাসাহিত্যিক মোশাররফ হোসেন হারুনের উপন্যাস অরণ্য জীবন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ৪ জুলাই সন্ধ্যায় মৌলভীবাজারের সৃজনশীল বই বিপনন কেন্দ্র বইয়ের কোরাসে অনুষ্ঠিত হয়েছে।
কথাসাহিত্যিক সৈয়দ মোহিবুল আমীনের সভাপতিত্বে ও কবি, কোরাস সম্পাদক মুজাহিদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন লেখক, শিক্ষক ও ফসল সম্পাদক আবদুল খালিক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, কবি ও শিক্ষক কন্দর্প বিজয় চৌধুরী, লেখক ও প্রকাশক মহিদুর রহমান, কবি ও স্বনন সম্পাদক সুনীল শৈশব, সুনামগঞ্জ- জনতা কলেজের প্রভাষক নেসার শহিদ, নায়েমের সমাজ বিজ্ঞান প্রশিক্ষন বিশেষজ্ঞ- সহযোগী অধ্যাপক তপন ভট্টাচার্য প্রমুখ।