শ্রীমঙ্গলে গ্রেটার বরুণা ইউনাইটেড প্লাটফর্মের ঈদ পূণর্মিলনী
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৫, ৪:১৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলের বরুনা হাজীপুরের যুবকদের সামাজিক সংগঠন গ্রেটার বরুনা হাজীপুর ইউনাইটেড প্লাটফর্মের ঈদ পূণর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৬ জুলাই স্থানীয় একটি হাইস্কুলে দুপুর ১২টায় স্কুল শিক্ষক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে ও জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন প্লাটফর্মের সদস্য সালাহ উদ্দিন ইবনে শিহাব, তোফায়েল আহমদ, আলী আহমদ, ইমাদ উদ্দিন, দুলাল মিয়া, ইকবাল আহমদ, জুবেল আহমদ নাইম, মিনহাজ আহমদ, সাজেদুর রহমান, রাজিব আহমদ জয় ও আল আমিন হোসাইন মুন্না প্রমুখ। এছাড়া উন্মুক্ত আলোচনায় উপস্থিত সদস্যরা নিজ নিজ মতামত ব্যক্ত করেন।
সভায় বক্তারা বলেন, গ্রামের উন্নয়ন বাদ দিয়ে দেশের উন্নয়ন হয় না। গ্রামে শিক্ষার পরিবেশ তৈরি, সামাজিক ন্যায়বিচার, শৃঙ্খলা, সাংস্কৃতিক কর্মকান্ডের প্রসার ও একতা জরুরি। যুবসমাজই পারে দেশের সকল গ্রামের চেহারা বদলে দিতে।