কমলগঞ্জের সিদ্ধেশ্বরপুরে মসজিদ পুনর্নির্মাণ, পাঠাগার ও প্রশিক্ষন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
সুফি সাধক আজমত শাহ্ প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বরপুর জামে মসজিদ পুনর্নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (১২ জুলাই) সকালে সম্পন্ন হয়েছে। প্রাক্তন ইউপি সদস্য, এলাকার মুরব্বি জুনেদ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক, ভূমি মন্ত্রণালয়ের সংযুক্ত উপ-সচিব কথাসাহিত্যিক মঈনুল হাসান, বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক, ছড়াকার আবদুল হামিদ মাহবুব, বাংলা একাডেমির পরিচালক, কবি সরকারি আমিন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, বাংলা একাডেমি স্বকৃত নোমান, লেখক মোজাফফর হোসেন, কবি প্রকাশক মনিরুজ্জামান মিন্টু, ধন্যবাদ বক্তব্য রাখেন আতিকুজ্জামান প্রমুখ।
দ্বিতীয় পর্বে পাঠাগার ও প্রশিক্ষন কেন্দ্রের নাম ফলক উন্মোচন করেন- জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও লেখক আফসানা বেগম, লেখক ও সাংবাদিক শাহনাজ মুন্নী। এসময় বক্তব্য রাখেন কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, নাট্যকর্মী আনোয়ার হোসেন দুলাল, কবি ও সম্পাদক সুনীল শৈশব, ফুড পরিদর্শক রাফিয়া খাতুন, নাসরীন নাজু, তাবাচ্ছুম মাটি, নিশাত আনজুম সাকি প্রমুখ।