মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের উদ্বোধন ও সদস্য যোগদান অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৫, ১০:১০ অপরাহ্ণ
শহর প্রতিনিধি::
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘দাওয়াতি মাস’ উপলক্ষে মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে এক উদ্বোধনী ও সদস্য যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ আগস্ট বাদ আসর জেলা শহরের বেরীরপাড় পয়েন্টে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতী হাবিবুর রহমান ক্বাসেমী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুফতী হিফজুর রহমান হেলাল। এতে আরও উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সহ-সভাপতি মাওলানা আসাদ আল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, জেলা সহ-সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য পদে রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালী, মাওলানা রহমত আলী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমাইল আলী, পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক হাকিম মোঃ নিজাম উদ্দিন, মাওলানা তাজুল ইসলাম, সদস্য মাওলানা মহসীন আজাদ ও আব্দুল আজাদ, ছাত্রনেতা মাজহারুল ইসলামসহ জেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
নেতৃবৃন্দ বলেন, মুহতারাম আমীরে মজলিস, মজলুম জননেতা আল্লামা মামুনুল হক-এর নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলে খেলাফতের দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে। দাওয়াতি মাসের কার্যক্রমকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলার আওতাধীন রাজনগর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় সংগঠনের দায়িত্বশীলরা সক্রিয়ভাবে কাজ করবেন। এ সময় তারা সদস্য সংগ্রহ, দাওয়াতি যোগাযোগ ও সংগঠন সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সদস্য ফরম পূরণ করে বাংলাদেশ খেলাফত মজলিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।