মৌলভীবাজারের যাত্রা শুরু করলো “চায়ের দেশ ভ্রমণ গাইড”
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার। বিস্তীর্ণ সবুজ চা-বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম ঝরনা, হাইল-হাকালুকি হাওর, মনিপুরী ও খাসিয়া সংস্কৃতি, সব মিলিয়ে এ জেলা দেশের অন্যতম পর্যটন সম্ভাবনাময় অঞ্চল। কিন্তু এত সমৃদ্ধ সম্ভাবনার পরও সঠিক তথ্যের অভাবে অনেক ভ্রমণপিপাসু পর্যটক এখানে ভ্রমণের পূর্ণ অভিজ্ঞতা নিতে পারেন না। এবার সেই ঘাটতি পূরণে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মৌলভীবাজারে উদ্বোধন হলো “চায়ের দেশ ভ্রমণ গাইড” ওয়েব ভিত্তিক পর্যটন ফিচার। যেখানে পর্যটন সম্পর্কিত সব তথ্য মিলবে একসাথে। এরআগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন আনুষ্ঠানিকভাবে ফিচারটির উদ্বোধন করেন।
মৌলভীবাজার জেলার সরকারি ওয়েব পোর্টাল মৌলভীবাজার ডট গভ ডট বিডির নতুন এই ফিচারের মাধ্যমে যে কেউ অনলাইনে সহজেই ভ্রমণ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য পেতে পারবেন। এর মধ্যে রয়েছে জেলার সব পর্যটনকেন্দ্রের বিস্তারিত তথ্য ও ছবি, আবহাওয়ার পূর্বাভাস, হোটেল, রিসোর্ট, গেস্টহাউসসহ থাকার জায়গার তালিকা, আসন্ন স্থানীয় উৎসব, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সময়সূচি, পরিবহন কাউন্টার ও ট্যুরিস্ট বাস, ব্যাংক/এটিএম বুথ, খাবার ও জনপ্রিয় রেস্টুরেন্টের তথ্য, সতর্কবার্তা, অভিযোগ ও পরামর্শ ও স্বেচ্ছাসেবী সহায়তা।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন বলেন, মৌলভীবাজার শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয়, সংস্কৃতিরও ভাণ্ডার। এই ওয়েব ফিচার পর্যটন খাতে এক নতুন মাত্রা যোগ করবে। দেশি-বিদেশি পর্যটকরা নির্ভরযোগ্য তথ্য পেয়ে সহজেই ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন। বিদেশি পর্যটকরা প্রায়ই তথ্য না পেয়ে সমস্যায় পড়েন। এখন ওয়েব ফিচারের মাধ্যমে মৌলভীবাজার ভ্রমণ তাদের জন্য হবে আরও সহজ ও আকর্ষণীয়। এক ক্লিকেই যদি সব তথ্য পাওয়া যায়, তবে এটি পর্যটন শিল্পে যুগান্তকারী পরিবর্তন আনবে।