মৌলভীবাজারে বি এন এস বি চক্ষু হাসপাতালের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশিত হয়েছে : ১ আগস্ট ২০২৫, ৭:০৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতালের নতুন বহুতল বিশিষ্ট হাসপাতাল ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার ১ জুলাই বিকেল ৪টায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও বি এন এস বি মৌলভীবাজার শাখার মাননীয় সভাপতি জনাব মোঃ ইসরাইল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি এন এস বি পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “এই হাসপাতাল ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ইনস্টিটিউটে রূপান্তরিত হবে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক চিকিৎসক চক্ষু সেবায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন। বি এন এস বি-এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
অনুষ্ঠান শেষে একটি সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে ভবনের সফল নির্মাণ ও হাসপাতালের সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করা হয়।