শ্রীমঙ্গলে তেল-লাইনে অগ্নিকান্ডের চার দিন পর দগ্ধ বাবা-ছেলের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ

শ্রীমঙ্গল প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেভরনের কনডেনসেট লাইনে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ বাবা বশির উদ্দিন ও ছেলে রেদোয়ান আহমেদ চার দিন পর মারা গেছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান বশির মিয়া (৫৪)। এর আগে শুক্রবার রাত ৩টার দিকে একই হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তার ছেলে রেজোয়ান মিয়া (২১)।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, ওইদিন তেল থেকে আগুনের সুত্রপাত হলে খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অপরদিকে ছড়ায় ছড়িয়ে পড়া আগুনে মাছ শিকারে নামা বাবা ও ছেলে দগ্ধ হন। তাদের আশংকাজনক অবস্থায় প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং সেখান থেকে সিলেট হাসপাতালে এবং পরে ঢাকা জাতীয় বার্ন হসপিটালে পাঠানো হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার সকালে বাবা ছেলে মারা যান।
জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাতে শ্রীমঙ্গল উপজেলার ভুনভীর ইউনিয়নের ইলামপাড়ায় শেভরনের কনডেনসেট পাইপলাইনে দুর্বৃত্তরা অবৈধভাবে ছিদ্র করলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে একই পরিবারের তিনজন সদস্য দগ্ধ হন।