logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

মানবতাবিরোধী অপরাধে  মাহিদুর  ও আফসারের আমৃত্যু কারাদণ্ড


প্রকাশিত হয়েছে : ২০ মে ২০১৫, ৪:১৩ অপরাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধে মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান আজ ১৯ মে বুধবার এ মামলার রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহিনুর ইসলামও এ সময় উপস্থিত ছিলেন।

১৩৩ পৃষ্ঠার এই রায়ে বলা হয়, প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের মধ্যে প্রথমটিতে দুই আসামিকে সর্বসম্মতভাবে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন তিন বিচারক।

দ্বিতীয় অভিযোগে মাহিদুর রহমান ও আফসারকে দেওয়া হয়েছে পাঁচ বছরের জেল। এ সাজার আদেশ হয়েছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে।

আর তৃতীয় অভিযোগে এর আগে দালাল আইনে তারা দণ্ডিত হওয়ায় ওই অভিযোগটি বাদ দেওয়া হয়েছে।

তৃতীয় অভিযোগের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা অযোগ্যতার পরিচয় দিয়েছেন বলেও রায়ে উল্লেখ করা হয়।

মাহিদুর ও আফসার একাত্তরে মুসলিম লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরুর পর বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে রাজাকার বাহিনীতে যোগ দিয়ে তারা শিবগঞ্জ এলাকায় যেসব মানবতাবিরোধী অপরাধ ঘটান, তা উঠে এসেছে এই রায়ে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, আসামিরা ব্যক্তি হিসাবে হয়তো ‘ক্ষুদ্র’, কিন্তু দলগত যুদ্ধাপরাধে তাদের ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা ছিল।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন এই রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী বলেছেন, তারা আপিল করবেন।

ট্রাইব্যুনালে এ পর্যন্ত আসা ১৮টি যুদ্ধাপরাধের মামলায় ২০ আসামির মধ্যে ১৪ জনের ফাঁসির রায় এসেছে, যাদের মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড সর্বোচ্চ আদালতের রায়ের পর কার্যকর করা হয়েছে।

মাহিদুর ও আফসারকে নিয়ে মোট পাঁচজনকে যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল, যিনি আপিল চলাকালে মারা যান।

রায়ের প্রতিক্রিয়া

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী আব্দুস সোবহান তরফদার সাংবাদিকদের বলেন, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

 “আদালত বলেছেন, তদন্ত কর্মকর্তা অথর্ব। তার যথেষ্ট ভুলত্রুটি রয়েছে। তৃতীয় অভিযোগের বিষয়ে ইতোপূর্বে চার্জশিট হয়ে, ট্রায়াল হয়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়ছিল।সে অভিযোগেই তদন্ত কর্মকর্তা পুনরায় তদন্ত করেছে।”

আপিলে তদন্তকারী কর্মকর্তার ‘দুর্বলতাগুলো’ তুলে ধরা হবে বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে ট্রাইব্যুনালের তৃতীয় অভিযোগ বাদ দেওয়া প্রসঙ্গে প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, “ট্রাইব্যুনালের রায়ের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে বলছি, আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করেছি, করব। মাননীয় আদালত যে রায় দিয়েছেন, তার প্রতি আমরা শ্রদ্ধাশীল।”

তবে আফসার ও মাহিদুরের সর্বোচ্চ সাজা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সদস্যরা।  রায়ের পর  শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে ফাঁসির দাবিতে মিছিলও হয়েছে।

বিনোদপুর ইউনিয়নের লছমনপুর গ্রামের মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য মশিউর রহমান বাচ্চু বলেন, “এতগুলো মানুষ হত্যার অপরাধে এই দুই রাজাকারের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল।”

একই প্রতিক্রিয়া জানান মামলার সাক্ষী আব্দুর রহিম বক্স মণ্ডলের ছেলে মুক্তিযোদ্ধা মহসিন আলী ও  শহীদ পরিবারের সদস্য সফিকুল ইসলাম।

অন্যদিকে দণ্ডিত আফসার হোসেন চুটুর ছোট ছেলে মাসুদ বলেন,  একই অপরাধে আমার বাবা জেল খেটেছিলেন। আমরা আশা করেছিলাম, এবার তাকে খালাস দেওয়া হবে।  এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান মাসুদ।

 ‘ক্ষুদ্র ব্যক্তির বৃহৎ অপরাধ’

আফসার ও মাহিদুরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সকালে ট্রাইব্যুনালে নিয়ে আসার পর ১০টা ৪৫ মিনিটে আদালতকক্ষে নিয়ে আসা হয়।

এ সময় মাহিদুরের পরনে ছিল একটি ঘিয়ে রংয়ের পাঞ্জাবি ও সাদা পাজামা, চোখে চশমা। আফসারের পরনে ছিল সাদা পাঞ্জাবি।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মাহিদুরের স্ত্রী আকতারা বেগম, ছেলে মামুনুর রশীদ, তার নাতি ও নাতনি। তবে আফসারের পরিবারের কাউকে আদালতে দেখা যায়নি।

বিচারক যখন রায় পড়ছিলেন, মাহিদুরকে তখন দুই হাত একসঙ্গে করে মনোযোগ দিয়ে শুনতে দেখা যায়। আর আফসার রায় শুনছিলেন হাঁটুর উপর হাত রেখে।

রায়ের একাংশে বলা হয়, “স্থানীয় রাজাকার বাহিনীর সদস্য হয়ে মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটু জেনেশুনে স্বতঃস্ফূর্ত ও উদ্দেশ্যমূলকভাবে অপরাধী দলের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করেন। তাদের অপরাধমূলক কর্মকাণ্ড একটি ‘দলীয় পরিকল্পনা’র অংশ হিসেবে ঘটানো হয়েছিল।

আসামি মাহিদুর ও আফসার ব্যক্তি হিসাবে ‘ক্ষুদ্র’ হলেও সেই দলগত পরিকল্পনায় তাদের ভূমিকা ছিল ‘গুরুত্বপূর্ণ’। তাদের ব্যক্তিগত পরিকল্পনা দলগত পরিকল্পনার ভেতরে ‘যথার্থভাবে স্থাপিত’ হয়েছিল।

“স্থানীয় রাজাকারদের পরিকল্পনায় সক্রিয় অংশ ছিল অভিযুক্তরা। এতে প্রমাণিত হয় অভিযুক্তরা ১৯৭১ সালে স্থানীয়ভাবে কুখ্যাত রাজাকার ছিল এবং স্বাধীনতার পক্ষের সাধারণ লোকদের প্রতি নৃশংস ও প্রতিহিংসামূলক মনোভাব নিয়ে বর্বর ও ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছিল।”

রায়ের পর দুপুরে একটি প্রিজন ভ্যানে করে দুই আসামিকে ট্রাইব্যুনাল থেকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। তাদের প্রিজন ভ্যানে তোলার সময় মাহিদুরের হাতে দেখা যায় কয়েকটি কলা। আর আফসারের হাতে ছিল পলিব্যাগে মোড়ানো বনরুটি।

একাত্তরের রাজাকার মাহিদুর–আফসার

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামের সুবেদার আলী বিশ্বাসের ছেলে মো. মাহিদুর রহমানের বয়স বর্তমানে ৮৪ বছর। ট্রাইব্যুনালে জমা দেওয়া প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, মাহিদুর লেখাপড়া করেছেন নবম শ্রেণি পর্যন্ত।

মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এক ছেলে ও চার মেয়ের বাবা মাহিদুর একাত্তরে ছিলেন কৃষিজীবী। স্থানীয় মুসলিম লীগের রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর পর মাহিদুর সরাসরি বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেন এবং স্থানীয় শান্তি কমিটি ও রাজাকার বাহিনীতে যোগ দেন।

অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, যুদ্ধের দিনগুলোতে তিনি স্থানীয় রাজাকার ক্যাম্পেই থাকতেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় আশপাশের এলাকায় হত্যা, লুটপাট, নির্যাতনের মতো মানবতাবিরোধী কর্মকাণ্ডে অংশ নিতেন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, আফসার হোসেন ওরফে চুটুর বয়স বর্তমানে ৬৫ বছর। তিনি শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের কুতুব উদ্দিন মণ্ডলের ছেলে।

পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা আফসার দুই ছেলে ও দুই মেয়ের বাবা। মাহিদুরের মতো একাত্তরে তিনিও ছিলেন কৃষিজীবী এবং মুসলিম লীগের কর্মী।

আফসারও মুক্তিযুদ্ধ শুরুর পর শান্তি কমিটি ও রাজাকার বাহিনীতে যোগ দেন এবং ওই এলাকায় বিভিন্ন মানবতাবিরোধী কর্মকাণ্ড চালান।

একাত্তরের ২ নভেম্বর আফসার ও মাহিদুরের নেতৃত্বে শিবগঞ্জ থানাধীন শেরপুর ভাণ্ডার, আদিনা ফজলুল হক সরকারি কলেজ, শিবগঞ্জ সিও (ডেভ) অফিস আর্মি ক্যাম্প এবং উপজেলা সংলগ্ন ইয়াকুব বিশ্বাসের আমবাগান এলাকায় তাণ্ডব চালিয়ে কলিমুদ্দিন মণ্ডলসহ চারজনকে হত্যা করে রাজাকার বাহিনীর সদস্যরা।

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে কলিমুদ্দিনের ছেলে মো. লায়েসউদ্দিন দালাল আইনে একটি মামলা করেন। এক নম্বর সাক্ষী হিসেবে তিনি আদালতে সাক্ষ্যও দেন।

রাজশাহীর দুই নম্বর বিশেষ ট্রাইব্যুনাল সে সময় ওই মামলায় মাহিদুর ও আফসারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরে আপিলেও তাদের সাজা বহাল থাকে এবং দুই আসামিকে ১৯৮৭ সাল পর্যন্ত সাজাও খাটতে হয়।

 

মামলার পূর্বাপর

মুক্তিযুদ্ধের সময় শিবগঞ্জ উপজেলার বিনোদপুর স্কুল মাঠ ও আশেপাশের এলাকায় গণহত্যার ঘটনায় ২০১৩ সালে মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুসহ ১২ জনকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জের আদালতে একটি মামলা হয়।

মামলাটি করেন গণহত্যার শিকার শহীদ পরিবারের সদস্য শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের বদিউর রহমান বুদ্ধু। পরে তা ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

প্রসিকিউশনের তদন্ত দল এ দুই রাজাকার সদস্যের যুদ্ধাপরাধের তদন্ত শুরু করে গত বছর ১১ ফেব্রুয়ারি। তদন্ত শেষে ৭ খণ্ডে ৯৫৬ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেন তদন্ত কর্মকর্তা।

২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়ন থেকে মাহিদুর এবং বিনোদপুর থেকে আফসারকে গ্রেপ্তার করে পুলিশ।

ওইবছর ১৬ নভেম্বর মাহিদুর ও আফসারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর সাহিদুর রহমান। ২৪ নভেম্বর তাদের গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়।

অভিযোগ গঠনের পর প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে গতবছর ১২ জানুয়ারি শুরু হয় সাক্ষ্যগ্রহণ।

এ মামলার তদন্ত কর্মকর্তা জেডএম আলতাফুর রহমানসহ প্রসিকিউশনের মোট ১০ জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। তবে দুই আসামির পক্ষে কোনো সাফাই সাক্ষী ছিলেন না।

সাক্ষ্য-জেরা শেষে দুই পক্ষের আইনজীবীরা আদালতের সামনে যুক্তিতর্ক উপস্থাপন করে।

যুক্তিতর্কের শুনানি শেষে ট্রাইব্যুনাল গত ২২ এপ্রিল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখে।

জাতীয় এর আরও খবর
জুলাই সনদে স্বাক্ষর করল বিভিন্ন রাজনৈতিক দল

জুলাই সনদে স্বাক্ষর করল বিভিন্ন রাজনৈতিক দল

ডাকসুতে ছাত্রশিবিরের ভূমিধস জয়

ডাকসুতে ছাত্রশিবিরের ভূমিধস জয়

উৎসবমুখর পরিবেশে শেষ হলো ডাকসুর ভোটগ্রহণ

উৎসবমুখর পরিবেশে শেষ হলো ডাকসুর ভোটগ্রহণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সরকারি কর্মসূচি ঘোষণা

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সরকারি কর্মসূচি ঘোষণা

শমসেরগরসহ কয়েকটি পরিত্যক্ত বিমানবন্দর পূণচালুর উদ্যোগ

শমসেরগরসহ কয়েকটি পরিত্যক্ত বিমানবন্দর পূণচালুর উদ্যোগ

উপদেষ্টা আসিফ মাহমুদের পিতা বিল্লাল হোসেন জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উপদেষ্টা মনোনীত

উপদেষ্টা আসিফ মাহমুদের পিতা বিল্লাল হোসেন জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উপদেষ্টা মনোনীত

সর্বশেষ সংবাদ
মনু নদের বাধে আকস্মিক ধ্বস এলাকায় আতংক
মনু নদের বাধে আকস্মিক ধ্বস এলাকায় আতংক
শ্রীমঙ্গলে অপহৃত কিশোরী উদ্ধার, খালাসহ গ্রেফতার ৪
শ্রীমঙ্গলে অপহৃত কিশোরী উদ্ধার, খালাসহ গ্রেফতার ৪
সাবেক অর্থমন্ত্রীর সহধর্মিণী বেগম দূররে সামাদ রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাবেক অর্থমন্ত্রীর সহধর্মিণী বেগম দূররে সামাদ রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারে পৌর বিএনপি কার্যালয়ের উদ্বোধন
মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারে পৌর বিএনপি কার্যালয়ের উদ্বোধন
মৌলভীবাজারে ৭ দফা দাবিতে আদর্শ শিক্ষক ফেডারেশনের মিছিল ও স্মারকলিপি প্রদান
মৌলভীবাজারে ৭ দফা দাবিতে আদর্শ শিক্ষক ফেডারেশনের মিছিল ও স্মারকলিপি প্রদান
‘আপনার এসপি’ নামে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ সেবা চালু
‘আপনার এসপি’ নামে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ সেবা চালু
মার্শাল আর্ট প্রতিযোগিতায় আবু ওবায়দা মো. মাসরুর খানের রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন
মার্শাল আর্ট প্রতিযোগিতায় আবু ওবায়দা মো. মাসরুর খানের রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন
জুলাই সনদে স্বাক্ষর করল বিভিন্ন রাজনৈতিক দল
জুলাই সনদে স্বাক্ষর করল বিভিন্ন রাজনৈতিক দল
মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 
মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 
কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
ভিডিও কলে নকল অস্ত্র দেখিয়ে ‘বাসায় বসেই ব্যবসা’, কুলাউড়ার মোক্তাদির র‍্যাবের জালে ধরা
ভিডিও কলে নকল অস্ত্র দেখিয়ে ‘বাসায় বসেই ব্যবসা’, কুলাউড়ার মোক্তাদির র‍্যাবের জালে ধরা
উন্নয়ন বঞ্চিত সিলেটের মানুষ ফুঁসে উঠার আগেই বিহিত ব্যবস্থা নিন: আলহাজ হাফিজ সাব্বির আহমদ
উন্নয়ন বঞ্চিত সিলেটের মানুষ ফুঁসে উঠার আগেই বিহিত ব্যবস্থা নিন: আলহাজ হাফিজ সাব্বির আহমদ
মৌলভীবাজারে সফলতার গল্প তুলে ধরলেন তরুণরা
মৌলভীবাজারে সফলতার গল্প তুলে ধরলেন তরুণরা
গুণী শিক্ষক সম্মাননা পেলেন মোছাম্মাৎ আমিনা বেগম
গুণী শিক্ষক সম্মাননা পেলেন মোছাম্মাৎ আমিনা বেগম
৫ দফা দাবিতে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
৫ দফা দাবিতে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারে খেলাফত মজলিসের স্মারকলিপি প্রদান
জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারে খেলাফত মজলিসের স্মারকলিপি প্রদান
জননেতা মফিজ আলীর ১৭-তম মৃত্যুবার্ষিকী পালন
জননেতা মফিজ আলীর ১৭-তম মৃত্যুবার্ষিকী পালন
সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সমর্থন নিশ্চিত করল ডিনেট: ‘নাগরিক সমন্বয়’ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত 
সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সমর্থন নিশ্চিত করল ডিনেট: ‘নাগরিক সমন্বয়’ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত 
ট্রেন উদ্ধার শেষে ফেরার পথে প্রাণ হারালেন রেল প্রকৌশলী
ট্রেন উদ্ধার শেষে ফেরার পথে প্রাণ হারালেন রেল প্রকৌশলী
আদর্শ নাগরিক গঠনে শিক্ষার্থীদের আল্লাহভীরু ও সৎ হওয়ার অনুপ্রেরণা: বশির আহমদ
আদর্শ নাগরিক গঠনে শিক্ষার্থীদের আল্লাহভীরু ও সৎ হওয়ার অনুপ্রেরণা: বশির আহমদ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top