ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে হামলা, গণধোলাইয়ে নিহত-১
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২২, ৯:০০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
সিলেটের মোগলাবাজার থানার দাউদপুর ইউনিয়নের চৌধুরী বাজারে ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনকে কেন্দ্র করে দু’পক্ষের হামলায় গণধোলাইয়ে একজন নিহত হয়েছেন। গণধোলাইয়ে নিহতহ হওয়া ব্যক্তি রানা আহমদ (২৫)। সে দাউদপুর গ্রামের মো. বাতির আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে চৌধুরী বাজার মেইন রোডে ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যানের ভাতিজা সাইদুল এলাকার একটি মেয়েকে ইভটিজিং করতো। বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিত। বিষয়টি নিয়ে মেয়েটির বাবা সাইদুলের বিরুদ্ধে থানায় জিডি করেন। এবং ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি অবগত করে বিচারপ্রার্থী হন। এতেই ক্ষীপ্ত হয় সাইদুল। মেয়েটির বাবাকে দেখে নেবার হুমকি দেয়। সোমবার (২৬ সেপ্টেম্বর) মেয়েটি টিউশনিতে যেতে বাড়ি থেকে বের হলে সাইদুল সহ আরও কয়েকজন মিলে তাকে জোরপূর্বক ধরে নিয়ে ধর্ষণ করে। পরে এঘটনায় ঐদিন বাদী হয়ে মেয়েটির বাবা সাইদুল ইসলামকে প্রধান আসামী করে আরও দুই জনের নামোল্লেখ করে মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা হবার দুই দিন পেরিয়ে গেলেও আসামী গ্রেপ্তার না হওয়ায় এলাকার সাধারণ মানুষ মিলে একটি বৃহস্পতিবার একটি মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে থানার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনের একপর্যায়ে ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম তার বাহিনী নিয়ে অবৈধ মানববন্ধন বলে হামলা চালায়। এসময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইটপাটকেট নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষের সময় গণধোলাইয়ে ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. বাতির আলীর ছেলে রানা আহমদ গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রানা নিহত হবার ঘটনায় তার পিতা মো. বাতির আলী বাদী হয়ে ২৫ জনের নামোল্লেখ মোগলাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন, ১। মো: আব্দুল্লাহ, ২। জায়েদ আহমদ, ৩। নাজিম আহমদ, ৪। ময়নুল ইসলাম, ৫। আব্দুল কাদির, ৬। নুর উদ্দীন, ৭। আব্দুল মালিক, ৮। ওসমান আলী, ৯। কামরুল ইসলাম, ১০। মারজান আহমদ, ১১। এনাম উদ্দিন, ১২। আব্দুল মুমিন, ১৩। মাছুম আহমদ, ১৪। আব্দুর সামাদ, ১৫। অপু তালুকদার, ১৬। কুদ্দুস আলী, ১৭। ফিদ্দুছ উল্লা, ১৮। ময়নুল ইসলাম, ১৯। খালেদ আহমদ, ২০। জুনেদ আলী, ২১। হাবিবুর রহমান, ২২। মুজিবুর রহমান, ২৩। আনিসুর রহমান, ২৪। সালাত আহমদ ও ২৫। আকরাম আহমদ।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন বলেন, মানববন্ধনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। হামলায় একজন মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বিকেলে নিহতের পিতা বাদী হয়ে ২৫জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।