শান্তিগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর
প্রকাশিত হয়েছে : ৬ আগস্ট ২০২৪, ৯:১৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা আবুল কায়েস এর বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। হামলায় কায়েস এর বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। যাবার সময় প্রতিবেশীর কাছে আবুল কায়েস ’কে মেরেফেলার হুমকি দিয়ে যান দলীয় সন্ত্রাসীরা।
৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারকে উৎখাতের পর এই দিন রাতেই এ হামলা চালানো হয়।
যুক্তরাজ্য প্রবাসী আবুল কায়েস এর পরিবার ও স্থানীয়রা জানান, যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা আবুল কায়েস দেশে থাকাবস্থায় তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। দলীয় সূত্রে জানা যায়, ২০২০ থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত আবুল কায়েস পূর্ব পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন। পরবর্তীতে তিনি ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।
যুক্তরাজ্য প্রবাসী আবুল কায়েস এর পিতা আব্দুল মালিক প্রতিবেদককে বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় আমার ছেলেকে প্রাণে হত্যা করতে বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা আমার বাড়িতে অতর্কিত হামলা চালায়। আমার ছেলেকে না পেয়ে তারা ঘর ভাঙচুর করে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়।
আওয়ামীলীগ সরকার এর পতনের খবর পেয়ে আবুল কায়েস এর পরিবার তরিগরি করে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেন।
যার ফলে হামলা থেকে পরিবার এর লোকজন প্রানে রক্ষা পান।
এঘটনার পর থেকে ছাত্রলীগ নেতা আবুল কায়েস এর পিতা-মাতা আত্মগোপনে রয়েছেন। বাড়িতে থাকতে পারছেন না।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে আগ্রহী নন বলে জানান।