আব্দুল হামিদ মাহবুবের মাতার মৃত্যুতে মৌলভীবাজার প্রেসক্লাবের শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৫, ১০:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট ছড়াকার আব্দুল হামিদ মাহবুবের মাতা বৃহষ্পতিবার (১৫ মে) রাত ৯টায় শহরতলীর সোনাপুরস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে চার সন্তান, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (১৬ মে) বাদ জুমা মৌলভীবাজার শহরস্থ সৈয়দ শাহ মোস্তফা দরগাহ প্রাঙ্গনে জানাজা ও দাফন সম্পন হয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে ন্মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল।






