মৌলভীবাজারের দুই উপজেলা দিয়ে আরো ২৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৫, ১০:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের দুই উপজেলার তিনটি পৃথক সীমান্ত এলাকা দিয়ে পুশইন করা ২৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ২৯ জনকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (৩০ মে)ভোর ৪ টার দিকে জুড়ির ফুলতলা সীমান্তে ১০ জন, কমলগঞ্জের চামপারাই সীমান্তে ১৪ জন এবং শমসেরনগর সীমান্ত দিয়ে ৫ জনকে বাংলাদেশে পুশইন করা হয়। আটককৃতদের মধ্যে শিশু ও নারী রয়েছে। আটককৃতদের বিজিবির বিওপিতে রেখে তাদের তথ্য যাচাইবাছাই করা হচ্ছে।
বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক এ, এস, এম, জাকারিয়া বলেন, নিম্নচাপের প্রভাবে আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে সকাল সাড়ে ৮টার দিকে ওই সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর ওই ব্যক্তিদের আটক করে ক্যাম্পে আনা হয়। আটক শিশু ও নারী রয়েছেন। তারা বৃষ্টিতে ভিজে জবুথবু অবস্থায় ছিলেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানান, তাদের বাড়ি কুড়িগ্রামে। বিএসএফ ভোরের দিকে তাঁদের ঠেলে এপারে পাঠিয়েছে। তাদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে।
বিজিবি আরো জানায়, জুড়ী উপজেলার আটকৃতদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আটক ব্যক্তিদের সবাইকে কমলগঞ্জ ও জুড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।