মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর সচেতনতামূলক কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:
২৬ জুন ২০২৫ বিশ্বব্যাপী পালিত হচ্ছে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫”। এ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের আওতাধীন কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১১৫ কিলোমিটার সীমান্তে মাদকদ্রব্য চোরাচালান রোধে বিজিবি বরাবরই সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও চোরাচালান রোধে এ বছর দিবসটি ঘিরে ব্যাটালিয়নটি গুরুত্বপূর্ণ কয়েকটি উদ্যোগ গ্রহণ করে।
দিবসটি উপলক্ষে সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বার্তা সম্বলিত লিফলেট বিতরণ, ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়। পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণে প্রতিটি কোম্পানি ও বিওপিতে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
সবচেয়ে উল্লেখযোগ্য আয়োজন ছিল শহীদ মোহাম্মদ সাজ্জাদুর রহমান পাবলিক হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বর্ণাঢ্য র্যালি। এ র্যালি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত রক্ষার পাশাপাশি মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি অঙ্গীকারবদ্ধ। মাদক প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবি’র কঠোর নজরদারি ও সক্রিয় অবস্থান অব্যাহত থাকবে।
বিজিবি’র এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে সহায়ক ভূমিকা রাখে।