এবার মৌলভীবাজারের শাহবাজপুর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৫, ৭:২০ অপরাহ্ণ

বড়লেখা প্রতিনিধি::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে শুক্রবার ভোররাতে ভারতীয় বিএসএফ শিশু নারী সহ ১০ জনকে পুশইন করেছে। স্থানীরা ভোর বেলায় তাদের দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেন। গত ২ দিনে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ৩৫ জনকে পুশইন করে বিএসএফ। তাদের বাড়ি নড়াইল জেলায়। এনিয়ে মৌলভীবাজার জেলা দিয়েই তিনমাসে পুশইন করা হয়েছে ৪ শত ১৫ জনকে। এতথ্য নিশ্চিত করেছেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক চৌধুরী।