রাজনগরে বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন, সভাপতি সেলুন, সম্পাদক আব্বাস
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৫, ২:৫৩ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি::
মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে ২৮ জুন ( শনিবার) রাজনগর সরকারি কলেজ মাঠে। সম্মেলন পরবর্তী কাউন্সিলর অধিবেশনে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ পাঁচটি পদে ভোট গ্রহণ অনুষ্টিত হয়। ৫৬৮ জন কাউন্সিলর ১১ জন প্রার্থীকে ভোট প্রদান করেন। এতে সভাপতি পদে ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সেলুন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জিতু মিয়া পেয়েছেন ১৬৬ ভোট। সিনিয়র সহসভাপতি পদে ৩২৯ ভোট পেয়ে কবির মিয়া নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্ধী এম হাকিম (সুন্দর বকস) পেয়েছেন ২০৯ ভোট । সাধারণ সম্পাদক পদে ৩০৯ ভোট পেয়ে আব্বাস আলী মাস্টার নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হোসেন চৌধুরী ১৬৬ ভোট ও ফজলুল হক নিরু ৬০ ভোট পেয়েছেন। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩৩১ভোট পেয়ে জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী মনসুর তরফদার রাজিব পেয়েছেন ২০১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ২৭৭ ভোট পেয়ে রুপক চন্দ্র দেব নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাইয়ুম বকুল পেয়েছেন ২৪২ ভোট । নির্বাচন পরিচালনায় দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার বকসী মিছবাহুর রহমান, নির্বাচন কমিশনার মুজিবুর রহমান মজনু ও মনোয়ার আহমেদ রহমান ও প্রিজাইডিং অফিসার মোঃ রেজওয়ানুল হক পিপুল।