পিআর পদ্ধতির ভোট হলে জাতীয় সরকার হবে, সেটাই বিএনপি ভয় পায়: রেজাউল করিম
প্রকাশিত হয়েছে : ১ জুলাই ২০২৫, ২:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
পিআর পদ্ধতির ভোট হলে জাতীয় সরকার হবে, সেটাই বিএনপি ভয় পায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
সোমবার বিকেলে মৌলভীবাজার শহরের মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার আয়োজিত গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন ৫আগস্টের পর যখন আমরা মন্দির পাহাড়া দিয়েছি তখন একদল চাঁদাবাজ আর জমি দখলে ব্যস্ত ছিলো। তাই আগামীর বাংলাদেশে কোন ফ্যাসিবাদ কায়েম হতে দেয়া যাবে না।
জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, জামায়াত ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।