বড়লেখা সীমান্ত দিয়ে ১০ জন রোহিঙ্গা নাগরিককে পুশইন করেছে বিএসএফ
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ

বড়লেখা প্রতিনিধি::
মৌলভীবাজারের বড়লেখার লাতু সীমান্ত দিয়ে ১০ জন রোহিঙ্গা নাগরিককে পুশইন করেছে বিএসএফ।
সোমবার (২৮ জুলাই) ভোরে উপজেলার লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার করমপুর নামক স্থান হতে তাদেরকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ১জন পুরুষ, ৩জন নারী ও ৬ শিশু রয়েছেন।
বিজিবি জানিয়েছে, উপজেলার লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার করমপুর নামক স্থান হতে ১০ জন রোহিঙ্গা নাগরিক ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ী এলাকায় ঘুরাঘুরি করাকালীন বিজিবির টহলদল তাদেরকে আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আনুমানিক ০৫ বছর পূর্বে কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন করেছিল। আটককৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটককৃতদের পরিচয় যাচাই শেষে তাদেরকে বড়লেখা থানায় হস্তান্তর করা হবে।