আমরা দেড় দশক ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলাম- রিপন
প্রকাশিত হয়েছে : ২ আগস্ট ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেছেন, মানুষের ভোটের যে অধিকার সেই অধিকার থেকে আমরা দেড় দশক বঞ্চিত ছিলাম। সেই বঞ্চিত অবস্থায় আমাদের দলের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে সুসংগঠিত করার জন্য নেতৃত্ব চাপিয়ে দেয়া নয়, তৃণমূল থেকে নেতৃত্ব বাছাইয়ের জন্য সে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে সেজন্য আমরা অভিনন্দন জানাই সকল নেতাকর্মীদের পক্ষ থেকে। কাউন্সিলে ভোটারদের উদ্দেশ্য আব্দুর রহিম রিপন আরো বলেন, আমরা বলতে চাই, বিগত সকল আন্দোলন-সংগ্রামে পরীক্ষায় উত্তীর্ণ, সংগ্রামে-সংকটে এ অঞ্চলের মানুষকে যিনি জেলা উপজেলায় নেতৃত্ব দিতে পারবেন তাকেই আপনারা নির্বাচিত করবেন। কোন অতিথি পাখিকে আপনারা নির্বাচিত করবেন না সেটা আমাদের বিশ্বাস আছে। আজকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব বাছাই হবে সেই নেতৃত্বই আগামী দিনের জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শনিবার (২ আগস্ট) পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুফিয়ান আহমদ ও পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্বাছ আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল জামাল, সদস্য শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, সাইফুল আলম চৌধুরী, কুলাউড়া বিএনপির সদস্য ও পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সমন্বয়ক আলমগীর হোসেন ভূঁইয়া প্রমুখ।
এর আগে সকালে উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উৎসবের আমেজ দেখা দেয় নেতাকর্মীদের মাঝে। পরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি সম্পাদকসহ অতিথিদের নিয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান। পরিবেশন করা হয় দলীয় সংগীত। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে ৪৫৯ জন কাউন্সিলাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের নেতা নির্বাচিত করেন। বিকেল ৩টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়।
কাউন্সিলে সভাপতি পদে বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি নবাব আলী তকী খান ১৭০, আকদ্দস আলী মাস্টার ৭৭ ও সাজু উদ্দিন পান ১ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আহমেদ উর রহমান মুরাদ ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি আজমল হোসেন চৌধুরী বাতেন পান ১৯০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে রাসেল আহমেদ ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি জয়নাল আহমেদ চৌধুরী ১৪২, নুরুল ইসলাম রউজ ১১৯ ও সালেক আহমেদ সাবুল ২৪ ভোট পান।