মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে কারণ দর্শানোর নোটিশ
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার পৌর বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে নানা অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক, সিনিয়ির যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে জেলা বিএনপি।
সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পক্ষ থেকে এক চিঠিতে তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বিগত ১৬ জুলাই ২০২৫ ইং তারিখের পৌর বিএনপি’র বর্ধিত সভা ও ১৪ আগষ্ট সদস্য সচিব-এর বাসভবনে সভার সিদ্ধান্ত অমান্য করে আপনাদের নিম্ন বর্ণিত কার্যক্রম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র বিরোধী। বিগত সাত মাসে মৌলভীবাজার পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে মাত্র ২টি ওয়ার্ড কমিটি গঠন করেছেন। বাকী ৭টি ওয়ার্ড কমিটি গঠন করতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে নিম্ন স্বাক্ষরকারীগন অবহিত হলেন একদিনে ৭টি ওয়ার্ড কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করেন।আপনারা তিনজন কে নিয়ে নিম্ন স্বাক্ষরকারীগন আলাপ আলোচনা করে তিন দিনে ৭টি ওয়ার্ড কমিটি গঠনের জন্য মনোনয়ন পত্র বিক্রয়, ভোট গ্রহনের তারিখ নির্বাচন পরিচালনা কমিটি সহ সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। ভোটার তালিকা জেলা আহবায়ক ও সদস্য সচিব কে হস্তান্তর না করা।
জেলা আহবায়ক ও সদস্য সচিবের নির্দেশনা অনুসরণ না করে আপনারা ভোট গ্রহনের তারিখ, মনোনয়ন পত্র বিক্রয়, মনোনয়নপত্র ফরমের অতিরিক্ত মূল্য নির্ধারণ, নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করে জেলা আহবায়ক ও সদস্য সচিবের মতামতের ভিত্তিতে করা হয়েছে মর্মে চিঠি দিয়েছেন, যা আদৌ সত্য নয়। তাছাড়া ভিন্ন ভিন্ন ভোটার তালিকা প্রকাশ করেছেন যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। যেখানে ত্যাগীদের মূল্যায়ন না করে ফ্যাসিষ্টদের দোষর, অন্য দলের লোকদেরকে সদস্য করা হয়েছে মর্মে সুনির্দিষ্ট তথ্য প্রমান রয়েছে।
এ কারণে, জেলা বিএনপির পক্ষ থেকে মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক, সিনিয়ির যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ ব্যাখ্যা না দিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
অনুলিপি পাঠানো হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত ড. এ.জেড.এম জাহিদ হোসেন, বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্য।
এবিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, দল পুনর্গঠন কার্যক্রমে তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষেরে পালন করবো। সেই আলোকে তারা যেটা করেছে, তারা এটা ঠিক করেন নাই। এটা ঠিক করতে পারলে আমরা তাদের নিয়ে বসবো। তাদের মনে রাখতে হবে, এটা জেলা সদরের পৌরসভা। এটা জেলার ক্যাপিটাল। এখানে যদি অনিয়ম হয়, গঠনতান্ত্রিক পক্রিয়া মানা না হয় তাহলে অন্যান্য পৌরসভা ও উপজেলা এটা অনুসরণ করবে। আমরা এটা হতে দেবো না।