মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৫, ৮:৫০ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে শহরের কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে উদযাপনের সূচনা হয়। বিকেলে পৌরসভা চত্বরে দলীয় সংগীতের মধ্য দিয়ে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে পতাকা উত্তোলন করা হয়।
এরপর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগে বিশাল সমাবেশে র্যালিটি শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ। এতে বক্তব্য রাখেন সদ্য সাবেক সিলেট বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী।
যৌথ সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক শফিউল আলম জুসেফ ও সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ আহমেদ শাহান।
বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম এবং জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক আ. হান্নান, গাজী জাবেদ, মনসুর আহমেদ, আব্দুল মুমিন, নুরুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, লিটন মিয়া, রোমান আহমেদ, আমিরুল ইসলাম সাহেদ, ফরিদ আহমেদ, আব্দুস শহীদ, সিরাজ হাসান, শেখ রুহেল আহমেদ, জুয়েল আহমেদ, শেখ আবেদ, জাকির আহমেদ শাফীন, নুরুল ইসলাম সেজিম, শেখ জুয়েল, সদর উপজেলা আহ্বায়ক সুমন আহমেদ, পৌর সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল, বড়লেখা উপজেলা আহ্বায়ক রায়হান মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, জুড়ী উপজেলা আহ্বায়ক দীপক দাস, সদস্য সচিব সাইফুর রহমান, কুলাউড়া উপজেলা আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন, সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, শ্রীমঙ্গল উপজেলা আহ্বায়ক বেলাল আহমদ, সদস্য সচিব শিমুল আহমেদ তৈয়ব, কমলগঞ্জ উপজেলা আহ্বায়ক জমির আহমেদ, সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন, রাজনগর উপজেলা যুগ্ম আহ্বায়ক কাউসার তরফদার, নেতা সোহেল আহমেদসহ আরও অসংখ্য নেতাকর্মী।