মৌলভীবাজারে প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৫, ৭:০০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার শহরের প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, শহরের ভেতরের ছোট রাস্তায় এসব অটোরিকশা চলাচল করতে পারবে। যানজট নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া রেজিস্ট্রেশনবিহীন কিংবা ‘অন টেস্ট’ লেখা সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ বিষয়ে জেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
পুলিশ সুপার আরও বলেন, শহরকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে হলে ট্রাফিক আইন মেনে চলা জরুরি। আমরা চাই নাগরিকরা সচেতন হোক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুক।
তিনি জানান, ধাপে ধাপে জেলার সব উপজেলার প্রধান সড়কগুলোতেও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে।