মৌলভীবাজারে ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
দেশের সার্বিক নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে মৌলভীবাজারে ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে মৌলভীবাজার শহরতলীর জগন্নাথপুরে আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো: জিয়াউল হাসান। আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ শাহ নেওয়াজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো: এনামুল খান।
প্রধান অতিথির বক্তব্যে উপমহাপরিচালক জিয়াউল হাসান প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
তিনি বলেন, দেশকে ভালোবাসা মানে হলো নিজেকে একজন যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলা। সত্য কথা বলা, সৎপথে চলা, নম্র-ভদ্র হওয়া এবং দেশের মর্যাদাহানি হয় এমন কাজ থেকে বিরত থাকাই প্রকৃত দেশপ্রেম।
তিনি প্রশিক্ষণার্থীদেরকে এভিএমআইএস সফটওয়্যারে যুক্ত হওয়ার নির্দেশনা প্রদান করেন এবং মহাপরিচালক মহোদয়ের হাতে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প যেমন সঞ্জীবনী প্রজেক্ট বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও মাদক, বাল্যবিবাহ ও চোরাচালান প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে এবং এলাকার যেকোনো অপরাধের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে নির্দেশ দেন।

উপমহাপরিচালক বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। তথ্যই শক্তি। তোমাদের উদ্যোক্তা হয়ে উঠতে হবে। মানুষকে ধ্বংস করা সম্ভব, কিন্তু পরাজিত করা যায় না। চেষ্টা থাকলেই সফল হওয়া সম্ভব।
তিনি আসন্ন নির্বাচন, পূজা এবং অন্যান্য দায়িত্বে প্রশিক্ষণার্থীদের সেকশন কমান্ডার ও সহকারী সেকশন কমান্ডার হিসেবে ভূমিকা রাখার পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে বেস্ট ড্রিল, বেস্ট ডিসিপ্লিন এবং সেরা চৌকস প্রশিক্ষণার্থীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।