শ্রীমঙ্গলে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চিকিৎসকের বাবা নিহত
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৫, ৭:২২ অপরাহ্ণ

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়ন অফিসের সামনে সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীলিপ কুমার পাল (৭০) মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পালের বাবা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মৌলভীবাজার থেকে জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পাল প্রাইভেটকার চালিয়ে তার বাবা দীলিপ কুমার পালকে নিয়ে শ্রীমঙ্গলে আসছিলেন। পথে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির এয়ারব্যাগ খুললেও গুরুতর আহত হন দীলিপ কুমার পাল। পরে ছেলে রাজিব পাল তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শারমীন আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।