সালাহ্ উদ্দিন ইবনে শিহাব || মরুতে ফুল ফোটে
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ণ
নাতে রাসূল সা.
মরুতে ফুল ফোটে সাগরে দোল উঠে
আরবে চাঁদ ভাসে আজমে খুশির নাদ
কে এলো কে এলো জগৎ জ্যোতি পেল
নামে মুহাম্মাদ, নামে মুহাম্মাদ ।।
দুনিয়া নতুন রূপে ডুবেছে আলোর কূপে
ফেরেশতা দুরুদ বেজে জানায় সে সংবাদ
কে এলো কে এলো জগৎ জ্যোতি পেল
নামে মুহাম্মাদ, নামে মুহাম্মাদ ।।
বেহেশত নতুন সাজে এ নামের অনুরাগে
দুনিয়ায় এলেন শেষে নবীয়ে রহমত।
কে এলো কে এলো জগৎ জ্যোতি পেল
নামে মুহাম্মাদ।।
এ নামের গান ধরে মদিনার প্রান্তরে
হৃদয়ের সুর তুলে হবো যে উন্মাদ।
কে এলো কে এলো জগৎ জ্যোতি পেল
নামে মুহাম্মাদ, নামে মুহাম্মাদ ।।