মৌলভীবাজারে সামার রানে দৌড়ালেন দুই শতাধিক দৌড়বিদ
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৫, ৪:২৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে মৌলভীবাজারের রাস্তাজুড়ে জমে ওঠে এক ভিন্ন আবহ। শুক্রবার (২৯ আগস্ট) সকালে শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে শুরু হয় “সামার রান–২০২৫”। প্রায় দুই শতাধিক দৌড়বিদ অংশ নেন এই সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ দৌড়ে।
আয়োজনটি যৌথভাবে করে পাওয়ার পালস এরিনা এবং মৌলভীবাজার অ্যাথলেটিক অ্যান্ড কাবাডি একাডেমি। মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে দৌড়বিদরা শহরের বিভিন্ন রাস্তা অতিক্রম করে কালেঙ্গা এলাকা ঘুরে আবার নির্ধারিত গন্তব্যে পৌঁছান।
দৌড়ে অংশ নেওয়া ছিলেন স্থানীয় তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের ক্রীড়াপ্রেমীরা। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে এসে অংশ নেন। ভোরের ঠাণ্ডা হাওয়া আর শহরের খালি রাস্তায় উচ্ছ্বাসের সঙ্গে দৌড়াতে দেখা যায় অংশগ্রহণকারীদের।
আয়োজকরা জানান, সমাজে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, তরুণ প্রজন্মকে ক্রীড়ায় যুক্ত করা এবং সুস্থ জীবনযাপনে অনুপ্রাণিত করাই তাদের প্রধান লক্ষ্য। এই আয়োজন নিয়মিতভাবে চালিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তারা।
আয়োজক কমিটির সদস্য সৈয়দ শিপন আলী বলেন, “খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি সমাজে ইতিবাচক শক্তি ছড়ায়। মৌলভীবাজারে এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা চাই তরুণরা মোবাইল কিংবা অনলাইনের বাইরে এসে মাঠে কিংবা ট্র্যাকে সময় কাটাক।”
দৌড় শেষে অংশগ্রহণকারীদের হাতে স্মারক ও মেডেল তুলে দেওয়া হয়। স্থানীয় ক্রীড়া সংগঠক ও বিশিষ্টজনেরা এই আয়োজনকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের আহ্বান জানান।