ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে আপ বাংলাদেশের মানববন্ধন ও প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
ঢাবির সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন করেছে ইউনাইটেড পিপল বাংলাদেশ (আপ বাংলাদেশ)। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় শহরের প্রেসক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন আপ বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক শিবলু আহমদ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক আব্দুন নূর তালুকদার, গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা সহ-সভাপতি নাহিদা খানম, আপ বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ আব্দুস সামাদ মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার নাঈম কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুম আহমদ, যুগ্ম আহ্বায়ক পাপিয়া মইনু তমা, যুগ্ম সদস্য সচিব শেখ আমিরুননেছা আলো, সদস্য শাহিন মিয়া, জিহাদুর রহমান, খালেদ হোসেন সহ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ভিপি নুর দেশের তরুণদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার ওপর হামলা মুক্তচিন্তার কণ্ঠরোধের অপচেষ্টা। দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করে ভয়ভীতি সৃষ্টি করার মাধ্যমে যুব সমাজের আন্দোলন দমন করার চেষ্টা চলছে। কিন্তু তরুণ প্রজন্ম কোনোভাবেই চুপ করে থাকবে না।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির নামে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে হামলা চালানো হয়েছে। তারা জাতীয় পার্টির নিবন্ধন বাতিলসহ এ দলের সমস্ত কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানান।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা আরও বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। কোনো ষড়যন্ত্র ও দমন-পীড়ন আন্দোলনকে দমাতে পারবে না।