আখাউড়ায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৫, ৭:৪৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নারায়ণপুর এলাকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
এ সময় অটোরিকশাটি খাদে পড়ে গেলে আরো দুই যাত্রী নিখোঁজ রয়েছেন।
আজ ১৬ জুলাই বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। অটোরিকশায় পাঁচ যাত্রী ছিল বলে জানা গেছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের সময় অটোরিকশাটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশার আরো দুই যাত্রী নিখোঁজ রয়েছেন। আখাউড়া ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ তাদের উদ্ধারে কাজ করছে।







