মৌলভীবাজারে দুটি মোবাইলের দোকানে চুরি, ৪০ লক্ষ টাকার মোবাইল লুট
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৫, ২:৫৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার জেলা শহরের কুসুমবাগে পাশাপাশি দুটি মোবাইলের দোকান চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ প্রায় ৪০ লক্ষ টাকার বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন চোরেরা নিয়ে যায়। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, আজ (২৪ মে) শনিবার ভোর সাড়ে ৬টার দিকে শহরের কুসুমবাগস্থ টিএস প্লাজায় অবস্থিত মিলান টেলিকম ও গ্যালাক্সি শপ নামের দুটি দোকানে হানা দেয় চোরেরা। এ সময় মিলান টেলিকম থেকে নগদ ১ লক্ষ ২২ হাজার টাকাসহ ভিভো, অপ্পো, রিয়েলমি, রেডমি ও স্যামসাং ব্রান্ডের প্রায় ১৯ লক্ষ টাকা মূল্যের মোবাইল ফোন চোরেরা নিয়ে যায়। এসময় একই মার্কেটের গ্যালাক্সি শপ নামের অপর মোবাইলের দোকান থেকেও প্রায় একই ব্রান্ডের ২০ লক্ষ টাকা মূল্যের মোবাইল চুরি হয়। চুরির ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় সংরক্ষিত আছে বলে জানান দোকান মালিকরা। মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
মিলান টেলিকমের স্বত্বাধিকারি দেলওয়ার হোসেন বলেন, আমার ক্যাশে থাকা ১ লক্ষ ২২ হাজার নগদ টাকাসহ ৫টি দামি ব্রান্ডের ১৯ লক্ষ টাকার মোবাইল চোরেরা নিয়ে গেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে বলে জানান তিনি।
এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।






