মৌলভীবাজার পৌর ঈদগাহের তিনটি জামাতের সময়সূচি নির্ধারণ
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৫, ৪:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
ঐতিহ্যবাহী মৌলভীবাজার পৌর ঈদগাহে পবিত্র ঈদ উল আজহার ৩টি জামায়াতের সময়সূচি ও ঈমাম নির্ধারণ করা হয়েছে।
ঈদের দিন প্রথম জামাতে সকাল ৬.৩০টায় ইমাম থাকবেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর ও শেখবাড়ি জামিয়ার সম্মানিত মুহতামিম মুফতী মাও. রশীদুর রহমান ফারুক।
ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার দ্বিতীয় জামাতে ৭.৩০টায় ইমামতি করবেন বায়তুল আমান জামে মসজিদের খতিব এবং মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শেখ মোহাম্মদ আব্দুল হক।
সকাল ৮.৩০টায় তৃতীয় ও শেষ জামাতে ইমাম থাকবেন হযরত শাহ মোস্তফা (র.) দরগা মসজিদের খতিব মুফতি মাওলানা শেহাব উদ্দিন।






