নারী আইনজীবী কর্তৃক সাহাবিদের নিয়ে কটূক্তি মৌলভীবাজারে সর্বদলীয় সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৫, ৯:০২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার :
মৌলভীবাজারে নারী আইনজীবী উমায়রা ইসলাম কর্তৃক ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ (সা.) এর দু’জন প্রসিদ্ধ সাহাবিকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ধর্মপ্রাণ মুসলিম জনতা।
রবিবার (২৯ জুন) বিকেল সাড়ে ৪ টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের সভাপতি মাওলানা আহমদ বেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিয মাওলানা আলাউর রহমান টিপু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা অধ্যক্ষ ও জেলা আল ইসলাহ সভাপতি মুফতি মাওলানা শামসুল ইসলাম, জামিয়া রহমানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জামিল আহমদ আনসারী, জামিয়া ইসলামিয়া আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল হক, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, ইসলামি আন্দোলন মৌলভীবাজার জেলা সহ সভাপতি মাওলানা মস্তফা কামাল, ইমাম সমিতি মৌলভীবাজার জেলার শাখার সাধারণ সম্পাদক মুফতি হিফজুর রহমান ফুয়াদ, শানে সাহাবা মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা মকবুল হোসাইন, উলুয়াইল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ, শেখ বাড়ি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আহমদ আফজল বর্ণভী, বরুনা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হাই উত্তরসূরী, দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা শেখ এনামুল হক, আপ বাংলাদেশের জেলা প্রতিনিধি শাহাবুদ্দিন বাবলু, জামিয়া ইসলামিয়া আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আনজুমানে তালিমুল কুরআন এর সাধারণ সম্পাদক মাওলানা মুফতি তালেব উদ্দিন, মৌলভীবাজার পৌর জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম, খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা হাসান আহমদ চৌধুরী, খেলাফত মজলিস মৌলভীবাজার সদর শাখা সাধারণ সম্পাদক মাওলানা ইমাদ উদ্দিন, সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব প্রফেসর সেলিম আহমদ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমন, এনসিপির দায়িত্বশীল এহসান জাকারিয়া।
এছাড়া বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা শফিকুল আলম সোহেল, মাওলানা শাহ মিসবাহ মিফতাহ আহমেদ, মো. ইসমাইল হোসেন, মাজহারুল ইসলাম, কামরুল ইসলাম, তারেক আজিজ, জামাল আহমদ, নাজমুল ইসলাম সাঈদ সহ অন্যান্যরা। পরে শহরে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষোব্ধ ধর্মপ্রাণ মুসলিম জনতা।
সমাবেশে বক্তারা কটূক্তিকারী উমায়রার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরা ও ব্লাসফেমি আইন বাস্তবায়নের দাবী করেন।
উল্লেখ্য , গত কয়েকদিন ধরে উমায়রা ইসলাম তার ফেসবুক আইডিতে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.) এবং সাহাবি হযরত মুয়াবি (রা.) নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস এবং আলেম-উলামা বিদ্বেষী লেখালেখি করে আসছেন। তার এমন কান্ডে মুসলিমরা আহত হন। বিষয়টি জেলার আলেম-ওলামাগণের দৃষ্টিগোচর হলে তারা প্রতিবাদ জানান। পরে পুলিশ শনিবার রাতে মৌলভীবাজার শহরের ক্লাব রোডের তার বাসা থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
আজ রবিবার (২৯ জুন) দুপুরে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করেন।