জুলাই গণহত্যার বিচার দাবিতে মৌলভীবাজারে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শুক্রবার ১৮ জুলাই বাদ আসর শহরের পশ্চিম বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মৌলভীবাজার পৌর শাখার আয়োজনে এ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদ এবং পরিচালনা করেন শাখার দায়িত্বশীল মাওলানা মুফতি আল-আমিন।
বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হিফজুর রহমান হেলাল। আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর থানা সভাপতি মাওলানা ইসমাইল আলী, সদর শাখার সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমিন, উপজেলা সহ-সভাপতি লোকমান আহমদ, খেলাফত নেতা মাওলানা আশিকুর রহমান ও মাওলানা আব্দুল হান্নান হানাফি।
ছাত্র সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পক্ষ থেকেও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাজহারুল ইসলাম, সংগঠন সম্পাদক মোল্লা ইয়াকুব বিন বশির প্রমুখ।
সমাবেশে বক্তারা জুলাই মাসে সংঘটিত গণহত্যার দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ বর্বর হত্যাকাণ্ড ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়, যা রাষ্ট্র ও জাতিকে চরমভাবে আহত করেছে।