শ্রীমঙ্গলে দুইশ কৃতি শিক্ষার্থীকে ইউরোপিয়ান কমিউনিটির সংবর্ধণা
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
শ্রীমঙ্গলে প্রায় দুইশ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধণা প্রদান করেছে শ্রীমঙ্গল ইউরোপিয়ান কমিউনিটি।
আজ (১৬ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ (অব.), শিক্ষাবিদ ও লেখক ড. আবুল ফতেহ ফাত্তাহ।
শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী অভিক দেব ও উম্মো নাফিসা মাইমুনাহ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন।
প্রধান অতিথি ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, এই সম্মাননা শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি। এটা যেন ভবিষ্যতের বড় স্বপ্ন পূরণের অনুপ্রেরণা হয়ে ওঠে। কেবল সনদ নয়, শিক্ষা হতে হবে নৈতিকতার, দায়িত্বশীলতার এবং মানবিকতার। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের চালিকাশক্তি। তিনি, অনুষ্ঠানের মূল আয়োজক প্রবাসীদের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান ও ভূয়সী প্রশংসা করেন।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল মোমিন, মাওলানা আব্দুর রউফ, মো. জসিম উদ্দিন, আলী আহমদ, তোফায়েল আহমদ, মিজানুর রহমান, মো. আল আমিন, মোছা. তুজমিলা খানম মাঈশা প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য আবু সুফিয়ান রায়হান, সিদ্দিক আহমদ, আরিফ আহমদ, তুজাম্মিল আহমদ প্রমুখ।