বিবিসির পক্ষপাতদুষ্ট ও বিভ্রান্তিকর প্রতিবেদনের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামীলীগের সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ

ষ্টাফ রিপোর্টার:
বিবিসির পক্ষপাতদুষ্ট ও বিভ্রান্তিকর প্রতিবেদনের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে ১৬ জুলাই দুপুর ১টায় বিবিসি ব্রডকাস্টিং হাউস, পোর্টল্যান্ড প্যালেস, লন্ডন এর সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এর পরিচালনায় বক্তব্য রাখেন, ব্যারিষ্টার আবুল কালাম চৌধুরী, জোবায়ের আহমদ, আনজুমান আরা অঞ্জু, শাহিনা আক্তার, হোসনে আরা মতিন, মিজানুর রহমান, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, আব্দুল বাছির ও তামিম আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, বিবিসি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিতভাবে এ সংবাদ করেছে। নেতাকর্মীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবিসি একতরফা নিউজ করেছে। আগামীতে এরকম মিথ্যা সংবাদ করা হলে এর পরিণতি ভালো হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

এছাড়াও বক্তারা বাংলাদেশের বর্তমান মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোন সংবাদ প্রচার না করার তীব্র সমালোচনা করেন।






