নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে মৌলভীবাজার প্রেসক্লাবের শোক
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৫, ১০:৩৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের পরিচালনা বোর্ডের সদস্য সিনিয়র সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মৌলভীবাজার প্রেসক্লাব।
এক বিবৃতিতে মৌলভীবাজার প্রেসক্লাবের পক্ষ থেকে এ শোক জ্ঞাপন করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল।
এক শোকবার্তায় তারা বলেন, ‘নয়া দিগন্তের সাবেক সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক ও নয়া দিগন্তের সাবেক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ছিলেন আপসহীন। সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে বরাবরই তিনি ছিলেন নির্ভীক ও দ্বিধাহীন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’
উল্লেখ্য, নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাসসের পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিন শনিবার দুপুর দেড়টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন ১৯৪২ সালের ১ মার্চ নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ের বাবা। তার বড় মেয়ে কানাডায় বসবাস করেন। চার বছর আগে তার স্ত্রী মারা যান। আলমগীর মহিউদ্দিন দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠালগ্ন (২০০৪ সাল) থেকেই এর সম্পাদক ছিলেন। এর আগে তিনি নিউ নেশনের সম্পাদক ছিলেন। তার আগে তিনি বাংলাদেশ টাইমসের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।