শাবিপ্রবির বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগ থেকে মেধা তালিকায় টপ টেনে রাজনগরের সৈয়দা ফারহা
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগ থেকে মেধা তালিকায় টপ টেনের ভিতরে থেকে স্নাতক সম্পন্ন করেছেন রাজনগরের সৈয়দা ফারহা তাসনিম। তাঁর বাড়ি রাজনগর উপজেলার ৮নং মনসুরনগর ইউনিয়নের পূর্ব কদমহাঠা গ্রামে।
ফারহা জাতীয়তাবাদী ছাত্রদল রাজনগর উপজেলার প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ আশফাক আহমদের একমাত্র কন্যা। একমাত্র মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকল শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন বাবা সৈয়দ আশফাক আহমদ। তিনি আশা করেন উনার মেয়ে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে সততার সাথে একদিন দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।