আখাইলকুড়া ইউপি আল ইসলাহ’র আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ৫ নং আখাইলকুড়া ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ সেপ্টেম্বর আখাইলকুড়া ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে এ আয়োজনে মিলিত হন বিভিন্ন পর্যায়ের ইসলামী নেতৃবৃন্দ, আলেম-উলামা ও ছাত্রসমাজ।
অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র্যালী, যা স্থানীয় এলাকাজুড়ে শান্তির বাণী ছড়িয়ে দেয়। র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাওলানা মুফতি লোকমান খান নবীন। সভা সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ।
আলোচনায় মূল্যবান বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুল হাই দিনারপুরী, হাফিজ আব্দুল মুকিত, মৌলভীবাজার সদর আল ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শামীম আহমদ, মাওলানা আব্দুল ওয়াহিদ চমৎকারী এবং হাফিজ দ্বীন ইসলাম চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজ সাজিদ আহমদ, হাফিজ জুয়াহির উদ্দিন, হাফিজ মাওলানা ইমজাদ আহমদ, ছয়ফুর রহমান শফি, কারী আনিছুর রহমান, মো. জমির হোসেন, হাফিজ জুয়েল আহমদ রনি ও মাওলানা আব্দুল মুকিত।
তালামীয নেতাদের মধ্যে অনিক আহমদ, হাফিজ সালমান আহমদ, রেদওয়ান আহমদ ও নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।