শ্রীমঙ্গলে ছুরিকাঘাত করে ৩ লাখ টাকা ছিনতাই, এক ছিনতাইকারীকে গণধোলাই
প্রকাশিত হয়েছে : ৭ অক্টোবর ২০২৫, ৬:১১ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় এক ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
ঘটনাটি ঘটে গত ৫ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামে। এ ঘটনায় আহত ব্যবসায়ী আফজল মিয়া ৬ অক্টোবর শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতগাঁও বাজারের ব্যবসায়ী ফয়সল মিয়া ও তার ভাই আফজল মিয়া দোকান বন্ধ করে নগদ তিন লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির প্রধান ফটকের কাছে পৌঁছালে মুখোশধারী দুই ব্যক্তি তাদের পথরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা ফয়সল মিয়ার মাথা ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
এসময় এক ছিনতাইকারী টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়, অপরজনকে স্থানীয়রা ধাওয়া করে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা আটক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
আহত ব্যবসায়ী ফয়সল মিয়া ও আটক ছিনতাইকারীকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে ফয়সল মিয়ার অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ও আটক ছিনতাইকারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ব্যবসায়ী আফজল মিয়া জানান, আটক ছিনতাইকারীর নাম হাবিব উল্ল্যা (২৫), সে মধ্য লইয়ারকুল গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। পালিয়ে যাওয়া অপর সহযোগী পশ্চিম লইয়ারকুল গ্রামের মনসুর মিয়ার ছেলে সোহেল বলে জানা গেছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “আটক ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।”