মৌলভীবাজারে ৭ দফা দাবিতে আদর্শ শিক্ষক ফেডারেশনের মিছিল ও স্মারকলিপি প্রদান
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার ও ৭ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারে মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় আদর্শ শিক্ষক ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ফেডারেশনের জেলা সভাপতি প্রফেসর মামুনুর রশিদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাননীয় জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন এর চেম্বারে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসক মহোদয় আন্তরিকতার সঙ্গে শিক্ষকদের দাবিগুলো শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
প্রফেসর মামুনুর রশিদ বলেন, “এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আমরা সমর্থন করি। বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা প্রদান ও নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করা সহ ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।”
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোহাম্মদ আলী বেগ, জেলা কার্যকরী সদস্য আসাদুজ্জামান, মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, সেক্রেটারি মাওলানা হারুনূর রশিদ তালুকদার, কলেজ শিক্ষক পরিষদ সেক্রেটারি মোঃ সিতাব আলী, মাধ্যমিক শিক্ষক পরিষদ সেক্রেটারি মোঃ শাহীন মিয়া, বড়লেখা উপজেলা সভাপতি আব্দুল মোহাইমিন, কিন্ডারগার্টেন পরিষদ সেক্রেটারি হাবিবুর রহমান হারিস, সহকারী শিক্ষক জায়েদ আহমদ প্রমুখ।
শিক্ষকদের ৭ দফা দাবি:
১. বাড়ি ভাড়া ৪৫% করতে হবে।
২. চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা দিতে হবে।
৩. শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে।
৪. প্রস্তাবিত ১,০৮৯ ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করতে হবে।
৫. নন-এমপিও শিক্ষকদের চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে।
৬. অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে।
৭. স্বৈরাচারী সরকারের আমলে যেসকল এমপিওভুক্ত শিক্ষক তাদের পাওনা পাননি, তাদের পাওনা নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে।
শিক্ষক নেতৃবৃন্দ বলেন, এসব দাবি বাস্তবায়ন হলে দেশের শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী ও মানসম্মত হবে।