মনু নদের বাধে আকস্মিক ধ্বস এলাকায় আতংক
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ

রাজনগর প্রতিনিধি::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের গণেশপুর এলাকায় রাতের বেলা মনু নদের বাধে আকস্মিক ধ্বস। এলাকায় আতংক বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ অধিক পরিমাণে বালু উত্তোলনের কারনে এমনটা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে ঘটনাস্থল পরিদর্শন না করে কিছু বলা যাচ্ছে না।
বুধবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার টেংরা ইউনিয়নের গণেশপুর এলাকায় বিকট আওয়াজ হলে এলাকাবাসি ছুটছুটি করে ঘর থেকে বের হন। পরক্ষণেই দেখেন গ্রামের পাশে প্রবাহিত মনু নদের বাধ হঠাৎ নদীর গর্ভে চলে গেছে।
এমন দৃশ্য দেখে নদীপারে মানুষ আতংকিত হয়ে পড়েছেন। তাদের ধারণা দীর্ঘদিন ধরে পাশবর্তী ঘাট থেকে বালু উত্তোলনের কারনে এমনটা হতে পারে। এলাকায় গিয়ে দেখা যায় অব্যাহত ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে। এসময় কাছে এসে ঘনিয়ে বসেন এলাকার তাজুদ মিয়া। তিনি দুঃখ করে বলেন, আমরা নদীপারের বাসিন্দা। আমার এক বাড়ি নিয়ে গেছে, এখন আরেক বাড়ি নদী গর্ভে যাওয়ার পথে।
বড় ফাটল দিয়েছে এলাকা জুড়ে। আরো ৮ থেকে ১০ হাত ডেবে গেলে চলে যাবে আমার বাড়ি। এমনটা বলেছেন, ভাঙ্গন স্থলের বাসিন্দা গণেশ পুরের রুহেল মিয়া। তিনি বলেন, ভাঙ্গন বৃদ্ধির শঙ্কায় আমি রাত থেকে আতংকে আছি।
কথা হলে গণেশ পুরের রুদ্রজিত দে বলেন, সন্ধ্যা পর্যন্ত সব ঠিকটাক ছিল। হঠাৎ রাতে এলাকায় বিকট আওয়াজ হয়। চোখের সামনে কোন লক্ষণ ছাড়াই নদীর পেটে বাধ চলে যাওয়া দৈব ঘটনা মনে হচ্ছে। আমাদের এলাকায় বালু উত্তোলণের পর থেকে নদী ভাঙ্গন শুরু হয়েছে।
রাজনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ফাতেমাতুজ্জহুরা বলেন, আমি এলাকায় গিয়ে বিষয়টি দেখবো। তারপর ব্যবস্থা গ্রহণ করবো। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণের বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে। অবৈধ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মৌলভীবাজার পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, বিষয়টি আমার জানা নেই ভাঙ্গনস্থল পরিদর্শন না করে কিছু বলা যাবে না।





