পল্টন হত্যার বিচার ও নির্বাচনের দাবিতে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ

কুলাউড়া প্রতিনিধি::
‘পল্টন হত্যা দিবস’ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মোড়ে পথসভায় মিলিত হয়।
মিছিল ও পথসভায় নেতৃত্ব দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। তিনি পল্টন হত্যার ঘটনায় নিহত জামায়াত-শিবিরের শহীদদের স্মরণ করে খুনিদের বিচারের দাবি জানান। একইসঙ্গে নভেম্বরে গণভোট এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহবান জানান।
জেলা আমির বলেন, পল্টন হত্যার মতো রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ইসলামপ্রিয় মানুষকে হত্যার বিচার এড়ানো যাবে না। গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমরা গণভোট ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন ছাড়া ঘরে ফিরবো না।
উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় মিছিলে অংশ নেন নায়েবে আমির মো. জাকির হোসেন, সহ-সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার, উপজেলা শুরা সদস্য মো. শফিক মিয়া, মাওলানা তরিকুল ইসলাম খান, মাওলানা মতিউর রহমান, আব্দুন নূর, পৌর সভাপতি রুহুল আমিন রইব ও সাধারণ সম্পাদক মনসুর আহমদ তালুকদার, মাওলানা আতিকুর রহমানসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





