মৌলভীবাজারের নতুন এসপি বিল্লাল হোসেন
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ বিল্লাল হোসেন। শনিবার দুপুরে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি।
জানা যায়, শনিবার দুপুরে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোহাম্মদ বিল্লাল হোসেন। এ সময় মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর তিনি বিদায়ী পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবার কাছ থেকে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দাপ্তরিক কার্যক্রম শেষ করে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন অফিসার এবং থানা ও অন্যান্য ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এসময় তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি সর্বশেষ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপিতে) কর্মরত ছিলেন।





