ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১ ডিসেম্বর ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ
জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রাণীসম্পদ দপ্তর আয়োজিত মৌলভীবাজার সদর উপজেলা গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরে বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা লাইভস্টক ফিল্ড এসিসটেন্ট কর্মকর্তা ফয়জুর রহমান এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুল আলম খান।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড.জগলুল হায়দার ইকবাল,বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য আমিরুল ইসলাম সাহেদ, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আকরাম হোসেন,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান ।আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনত ও দুধের গুণগতমান এবং উপকারিতা সম্পর্কে আলোচনা করেন । পরে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ২৫০ মিঃ দুধ এর প্যক বিতরন করেন ।





